বাতাসের হাত কতটা লম্বা - অপ্রকাশিত কবিতাঃ ৪৭৫

      

কবিতা-৪৭৫ : বাতাসের হাত কতটা লম্বা

বাতাসের হাত কতটা লম্বা জানে না মানুষ।

যদি জানতো তবে আকাশ হতে বৃষ্টির মত মাটিতে লুটিয়ে পড়তো কাবার সেজদারত মানুষের মতো।

নিজের দেহভান্ডার লুটিয়ে দিত বিনয়ী বৃক্ষপল্লবের মতো।

 

বাতাসের হাত কতটা লম্বা জানে নদীর জল। জানে বলেই সে সব সময় নিচের দিকে গড়িয়ে হাঁটে।

দর্প ভরে আহাম্মক মানুষের মত বেয়াদবী করে না।

 

বাতাসের হাত লম্বা জানে বলেই

গাছের পাতারা তাকিয়ে থাকে মাটির দিকে। অহংকার ঝেড়ে ফেলে অবনত হয় ধানকাটা কৃষকের মতো।

পাখীরা অবনত চিত্তে তার বন্দনা গায়। অহংকার শয়তানের লেবাস। প্রকৃতি সে লেবাস কখনো গায়ে দেয় না।

 

কেবল মানুষ জানে না বাতাসের হাত কত লম্বা। জানলে সারাক্ষণ সিজদায় লুটিয়ে পড়ে বলতো, প্রভু তুমি আমার নিঃশ্বাসের আয়ু আরেকটু বাড়িয়ে দাও। তোমার দেয়া চক্ষু দিয়ে তোমার দুনিয়া দেখার আশ যে আমার মেটে না।

 

বাতাস যদি থেমে যায় বন্ধ হয়ে যাবে আমার নিঃশ্বাসের আয়ু। আমি কেমন করে বাঁচবো তবে? তুমি আমার হায়াত বাড়াও। মেঘের মত আমি ঘুরে ঘুরে দেখি তোমার অপূর্ব সৃজনলীলা।

 

একরত্তি দমের আশায় আমি হাজার বার তোমার অনুগত বান্দা হতে রাজি। আমাকে তোমার অনুগত বান্দা বানাও।

 

বাতাসের হাত কতটা লম্বা জানে না মানুষ।

যদি জানতো তবে আকাশ হতে বৃষ্টির মত মাটিতে লুটিয়ে পড়তো কাবার সেজদারত মানুষের মতো।

৪ঠা মে ২০২৪; বাদ ফজর।

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.