নিপন্ন কাঙাল - অপ্রকাশিত কবিতাঃ ৪৭৩
কবিতা-৪৭৩ : নিপন্ন কাঙাল
নিরীহ মাছি। দেখতে সুন্দর।
নাদুস নুদুস
শরীর। তেলতেলে গা।
মশার মতো
সে কামড়ও বসায় না।
তবু তাকে
পাতে বসতে দেয় না মানুষ।
সারাক্ষণ
তাড়ায়। খাবার ঢেকে রাখে।
কারণ মানুষ
জানে, তার শরীর জুড়ে রোগের জীবাণু বসবাস করে।
আপাত বুদ্ধিমান মাছি হয়ে দাঁড়াতে পারে তার মৃত্যুর
কারণ।
মানুষ তাই
সচেতন, সজাগ।
সমাজে এমন কিছু মাছিমানুষ আছে।
তারা মাছির চেয়েও ধুরন্ধর।
তুমি যদি সফলতা রান্না করো, তারা সে খাবারে এসে ঢেলে দেয় ক্যান্সারের জীবাণু।
মুহূর্তে সেই খাবার হয়ে যায় নীলকন্ঠ সন্ত্রাস। বিজয়কে রূপান্তরিত করে চিন্তাক্লিষ্ট পরাজয়ে।
সমস্যা হচ্ছে, মাছিকে চেনা
যায়, তাদের চেনা যায় না।
ক্ষমতার এমন কোনো দন্ডে বাস করে তারা, যেখানে হাত দিতে গেলে হাত কাঁপে।
তুমি টের পাওয়ার আগেই তারা
হয়ে যায় আবদুল্লাহ বিন উবাই।
এদের সনাক্ত করা জটিল তবে জরুরী।
নতুবা তোমার সব অর্জনে তারা বিষ্ঠা ছড়িয়ে দেবে, তুমি হবে
নিরন্ন কাঙাল।
৩রা মে ২০২৪; বাদ মাগরিব।
অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।
No comments