হাসি - অপ্রকাশিত কবিতাঃ ৪১৭

কবিতা-৪১৭ : হাসি

কোন কোন মানুষের হাসি এতোটাই মনমুগ্ধকর

দেখলেই বুকের ভেতরের কলকব্জাগুলো নড়ে ওঠে

কোন কোন মানুষের চাহনি এতোটাই আবেদনময়ী

এতাটাই টলমলে পদ্মপুকুর যেতার কোমলতা

সেনমার্গের বরফাচ্ছাদিত পাহাড়ের গায়ে লেপ্টে থাকা

রোদের চেয়ে জ্যোতির্ময়।

 

সেই চোখ ও হাসির সম্মোহন কারো কারো কাছে

রাজ সিংহাসনের চেয়ে মূল্যবানজাফরানের চেয়ে

সুগন্ধিময়। সেই হাসি ও চাহনির দিকে তাকিয়ে

অনায়াসে একটি জীবন পার করে দেয়া যায়।

 

সেই হাসি দেখলে মানুষ ভুলে যায় ফুলের স্নিগ্ধতা

ভুলে যায় সবুজের পেলবতা আর সৌরভের কথা।

মানুষ মুখে উচ্চারণ করতে পারুক আর না-ই পারুক

মুগ্ধতার প্রতিটি মুহূর্ত তার হৃদয়ের সেতার

সোবহানাল্লাহ সোবহানাল্লাহ পড়তে পড়তে ফানা হয়ে

যায়। তাব অন্তর জুড়ে কেবলই বাজতে থাকে,

"তোমার সৃষ্টি যদি এত সুন্দর না জানি তাহলে তুমি

কত সুন্দর! কত সুন্দর!"

৫ই জুলাই ২০২৩; বাদ ফজর।

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.