প্রশ্ন আছে, উত্তর নেই - অপ্রকাশিত কবিতাঃ ৪১৮

কবিতা-৪১৮ : প্রশ্ন আছে, উত্তর নেই

কবিরা বলতেই পারে, অর্থই সকল অনর্থের মূল। তারা কল্পনার জগতের মানুষ। কল্পনায় তারা হাতির ডিমও খায়। কিন্তু আমরা যারা ক্ষমতাবান মানুষ, আমরা জানি, অর্থই  জীবন। অর্থই সবকিছুর মূল।

 

জীবনে বাঁচতে হলে চাই অর্থ। প্রতিপত্তি থাকলে সম্মান আসে। ক্ষমতা আসে। মুছে যায় না পাওয়ার বেদনার্ত কান্না। তাই আমার চাই অর্থ আর চাই ক্ষমতা।

 

কিন্তু মন্ত্রীপ্রবরবলেন তো কোনটা আমার কমআমার অর্থের পরিমান তো আমি নিজেই জানি না। সম্মানপ্রতিপত্তিকিসের অভাব আমারজনবলচাটুকার কি নেই আমারতবু কেন মানুষ আমাকে ভালবাসে না। রাত দিন মনে হয় আমার চারপাশে ঘাতক ঘুরছে। ওরা আমাকে মারতে চায়। নির্বংশ করতে চায়। আমার জন্য তোমরা যে ফুল আনো তা ফুল নয়ঘৃণার থুতু।

 

 আমার কোন স্বজন নেইবন্ধু নেই। আছে একাকীত্বের হাহাকার। আমার তৃষ্ণার সাথে পাল্লা দিয়ে বাড়ছে তোমাদের ঘৃণা।

 

তবে কি তোমাদের মত আমিও মরে যাবোতবে এ সম্পদ আমি কেন বানালাম। কেনকেন?

৯ই অক্টোবর ২০২৩; বাদ মাগরিব।


অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন। 

No comments

Powered by Blogger.