নবীর সুন্নত - অপ্রকাশিত কবিতাঃ ৪৯৮
কবিতা-৪৯৮ : নবীর সুন্নত
দ্বীন প্রচারে নবীর কষ্ট সইতে পারা যায় না
নবী যখন
তায়েফ গেলেন হামলে পড়লো হায়না।
তার শরীরে
করলো আঘাত, পাথর মারলো ছুঁড়ে
সেই সে পাথর
লাগলো ওরে নবীর মাথায় উড়ে।
মাথা ফেটে
রক্ত নবীর সারা গায়ে বয়
উম্মত হয়ে
আমার বলো কেমনে এসব সয়?
প্রিয় নবীর
সারা শরীর রক্তে ভেসে যায়
মাথার রক্ত
লাগলো এসে প্রিয় নবীর পায়।
পায়ের জুতা
আটকে গেল যখন শুকায় রক্ত
বুক ফেটে
যায় সেসব শুনলে,
কি নিদারুণ অক্ত।
দ্বীন কায়েমের
জন্য নবী রক্ত করেন দান
সে সুন্নত
পালন করবে, কই সে মুসলমান?
দ্বীনের
জন্য লড়াই করেন নবী পাগলপারা
সে সুন্নত
করে না পালন নবীর নায়েব যারা।
কিসের নায়েব? ভন্ড ওরা, কেবল রুজির
ধান্দা
আলেম নামে
ঘুরে বেড়ায় নাফরমান কয় বান্দা।
লড়াই করো
দ্বীনের জন্য, যদি মুমীন হও
ধান্ধাবাজি
ছেড়ে তুমি সুন্নত কি তা কও।
আরব দেশের
পোশাক পড়তে নবী আসে নাই
লড়াই ছেড়ে
ডাকে নাইতো, এসো মিষ্টি খাই।
নবী বলেন, কাজ করে
খাও, তুমি মাগো দান
ভিক্ষা ছেড়ে
আপনি হুজুর কাজ করে ভাত খান।
২৯শে মে ২০২৪; বাদ মাগরিব।
অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।
No comments