ফেতনার তুফান - অপ্রকাশিত কবিতাঃ ৪৯৭
কবিতা-৪৯৭ : ফেতনার তুফান
লোকালয়ের ওপর দিয়ে বয়ে যাচ্ছে প্রলয়ংকরী তুফান।
ঝড়ো হাওয়ায়
উড়ে যাচ্ছে ঘরের চাল,
ভেঙ্গে পড়ছে বৃক্ষশাখা।
এই সুযোগে
সাম্রাজ্যবাদের থাবায় নিহত হচ্ছে হাজারো বনি আদম। আর তাদের লেলিয়ে দেয়া কতিপয় আলেমের
ফেতনার তুফানে তছনছ হচ্ছে মুসলিম উম্মাহ।
এখন কারা
মাজহাবী ও লা-মাজহাবী,
প্রশ্ন তোলে?
কারা শিয়া
ও সুন্নীর বিতর্ক তুলে ক্ষতবিক্ষত করে উম্মার বিমূর্ত শরীরে?
ওরা সাম্রাজ্যবদের
দালাল।
ওরা মুসলমানের
শত্রু।
ওরা ঘৃণার
কুড়াল দিয়ে কাটছে
সভ্যতার
সবুজ উদ্যান।
রুখে দাও
এইসব মুখোশধারী দালালদের।
ফেতনার তুফান
উপড়ে ফেলে
বাঁচাও মানুষ
ও মানবতা।
আল্লাহ ও
আল্লাহর নবীর বিপক্ষে কোন ষড়যন্ত্রই আমরা আর বরদাশত করতে পারি না।
আমাদের কোন
তথাকথিত বুজুর্গানে দ্বীনের দরকার নেই।
মুসলমানের
এক হাতে থাকবে আল্লাহর কালাম অন্য হাতে আত্মরক্ষার অস্ত্র। আমরা ঘোষণা করছি,
রাসূল আমাদের
নেতা।
কোরান আমাদের
বর্ম।
ঈমান আমাদের
অস্ত্র।
বিভক্তির
হোতা চাপাবাজ কূটিল ওয়াজেজীনদের বলে দাও,
আমরা মুসলিম, কেবলই মুসলিম।
কেন আমাদের
হাদীসের নামে বিষাক্ত শরবত পান করাতে চাচ্ছেন?
কেন, কোরআন কেড়ে
নিয়ে আমাদের হাতে তুলে দিতে চান তসবির দানা?
আপনারা সাম্রাজ্যবাদের
দালাল।
আপনারা সন্ত্রাসী
স্বৈরাচারের দোসর।
ফেতনার তুফান
আপনাদের সকল মুখোশ খুলে দিয়েছে।
বেরিয়ে পড়েছে
আপনাদের ঘৃণ্য চেহারা। আলখেল্লার গোপন রহস্য।
আপনাদের
ভয়ংকর ষড়যন্ত্র জেনে গেছে মুসলিম জনতা।
আপনারা মানুষ
নন, গোপন আততায়ী।
২৯শে মে
২০২৪; বাদ আছর।
অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।
No comments