জাহান্নামের আগুন - অপ্রকাশিত কবিতাঃ ৪৫১
কবিতা-৪৫১ : জাহান্নামের আগুন
জাহান্নামের টেবিলে বসে স্যুপ খাচ্ছিল কতিপয় আওলাদে রাসূল। তাদের মাথায় এক হাজার একটা টর্পেডু ডুবসাঁতার খেলছিল।
তাদের একজন,
তার আলখেল্লার
যে অংশ টেবিল পরিষ্কার করছিল, তাকে বলল,
এখন অহংকার
রেখে কি হবে?
আগুনের স্যুপ
আমরা আর কত খাবো?
টুপীর সবুজ
ফাঁকে ঢেকে রাখা পাগড়ি বলল, না না কাজ শেষ হয়নি। আমরা কি বাংলাদেশে বৃন্দাবন পাঠাইনি?
পাঁচকল্লি
টুপীর সেলাই বলল, আল্লাহ আরেকবার স্বাধীনতা দিলে খালেস পার্টিতে
কয়জন ফেউ ঢুকিয়ে দেবো।
দেখবেন, ওরা হবে পেট্রোডলার রাজনীতিবিদ।
দেখছেন না, আন্দোলন আন্দোলন খেলার ডালখিচুরি রান্নার চুলায় জাহান্নমের আগুন দাউ দাও জ্বলছে।
অহংকার মানেই
তো জাহান্নামের আগুন। যেখানে অহংকার, সেখানেই জাহান্নামের
আগুন দাউ দাউ জ্বলে ওঠে।
৯ই
মার্চ ২০২৪; বাদ জোহর।
অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।
No comments