বুকের পাটাতন - অপ্রকাশিত কবিতাঃ ৪৫২

কবিতা-৪৫২ : বুকের পাটাতন

উত্তরের হাওয়ায় তছনছ হয়ে যাচ্ছে সব।

ধানের গোলা, মহিষের মাথা, মজু কাকার বাগান, রতনের ইন্ডাষ্ট্রি কিছুই আর অক্ষত নেই।

এ তুফানে চকবাজারের পাইকারী আড়তদারের ঘুপচি গলির খেলনা গাড়ির নাটবল্টু সবই নাকি নিয়ে তুলেছে নদীয়ার জিমনেশিয়ামে।

 

আতর আলি বলল, কাকা, সজনের ডাটা, কলার মোচা নেটে অর্ডার দিলে ঘরে বসেই পাবেন। বাজারে যাবেন ক্যান? ওরা এখন সব সাপ্লাই দেয়।

 

মরির বিয়ের পর কি ঘটে নাই? বিদেশী ডলারে নাকি তিনটা পেপার মিল কিনেছিল। বাক্সের ভেতর এখন বাকুম বাকুম খেলে হরিনাথের পোলা। সব তাজ্জব ব্যাপার!

 

ফরেন হাওয়ার গুণে মজু কাকা যেখানে উড়ছিল, উত্তরে হাওয়া দেখে এখন খামোশ মাইরা গেছে।

ঢাকারে বুড়িগঙ্গায় ডুবানোর চেষ্টা নাকি চলছে চারদিকে।

 

বাপরে, হাতি মরলেও নাকি লাখ টাকা। বাবুরহাট যদি জামতলায় নিয়া যায়, কেমুন হয়?

 

চাচা বললেন, বাবা,বাতাসের মতিগতি ভালা ঠেকে না। তুমি একটু সাবধান হও। বুকের পাটাতন মজবুত করো।

১৯শে মার্চ ২০২৪; বাদ ফজর।

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.