আরো দেখাও - অপ্রকাশিত কবিতাঃ ৪৫০
কবিতা-৪৫০ : আরো দেখাও
দেমাগ দেখাও, আরো দেখাও
যতটুকু পারো
পুরুষ এখন
ওয়াজেদ মিয়া
পারলে ধরে
মারো।।
ওরা পারে
সুযোগ পেলে
দিতে দুটো ছাও
বড়ো করার
দায়িত্বটা
পালন করবে
মা-ও।
ঘর সামলাও, বাইর সামলাও,
করতে হবে
মাকে
পুরুষ শুধু
মারবে ঢিল
সাজানে মৌচাকে।।
দেমাগ দেখাও, আরো দেখাও
যতটুকু পারো
পুরুষ এখন
ওয়াজেদ মিয়া
পারলে ধরে
মারো।
৯ই
মার্চ ২০২৪; বাদ ফজর।
অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।
No comments