প্রভু অন্ধ নন - অপ্রকাশিত কবিতাঃ ৪৮৩

              

কবিতা-৪৮৩ : প্রভু অন্ধ নন

চোখ যদি হয় মৌমাছির চোখের মতো, তবে সে ফুলের রেনু থেকে

মধু আহরণ করতে পারে। সবাই তা পারে না।

কোন কোন প্রাণীর মানুষের বিষ্ঠাও পছন্দ। তার চোখ বিষ্ঠাই খুঁজে বেড়ায়। তোমার যা পছন্দ তুমি তাই দেখতে পাবে।

 

অবশ্য, যদি মানুষের চোখে ব্যারাম হয়, তবে ভিন্ন কথা। তখন মানুষের খুঁত বের করাই তার কাজ হয়ে দাঁড়ায়।

চোখে ব্যারাম আছে এমন মানুষও আছে সমাজে।

তার চোখ ভাল কিছু দেখে না।

তার জিহ্বা ভাল কিছু বলে না।

 

তুমি কোকিলের স্বরে মুগ্ধ হও,

সে শুধু দেখে কুৎসিত কালো পাখি।

মুগ্ধ হতে শেখো।

মাছরাঙা পাখির চেয়েও কোকিল তোমার প্রিয়তর হবে।

সে তোমাকে শেখাবে প্রেম।

যে প্রেম সাম্রাজ্যবাদীরা কখনো দেখেনি।

যে প্রেম স্বৈরাচার কখনো দেখে না।

 

মন্দ যদি সমাজের ক্ষতি করে তাড়াও তাকে। সামাজিক অনাচারকে চিহ্নিত করে তা দূর করার জন্য ঐক্যবদ্ধ হও। শ্লোগান তোল। মিছিল করো। কিন্তু বিনা দরকারে ময়লা ঘাটাঘাটি করো না।

 

বিনা দরকারে ময়লা ঘাটলে দুর্গন্ধই ঢুকবে তোমার নাকে। মন্দের অহেতুক প্রচার করলে সমাজে কেবল মন্দই ছড়াবে।

অতএব যা করো, বুঝেশুনে করো।

 

তুমি তোমার চোখকে জমজমের পানি দিয়ে ধুয়ে নাও। দেখবে পৃথিবীতে কেবল রাতই আসে না, দিনও আসে।

দরকার হলে আবাবিল পাখির ঝাঁক এসে তছনছ করে দেয় হস্তি বাহিনী।

 

কাবার প্রভুকে তুমি অন্ধ মনে করো না। তিনি সব দেখছেন। কে বিষবৃক্ষ রোপন করে আর কে পুষ্পের উদ্যান বানায় সবই তিনি অবলোকন করছেন। সময় হলেই তার ফরমান চলে আসবে। ততোক্ষণ তুমি বুনে যাও সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রেমপুষ্পের কচি চারা। তাতে তোমার অন্তরই সৌগন্ধে পরিপূর্ণ হবে।

৫ই মে ২০২৪; বাদ এশা।

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.