সুখের মধুভান্ডার - অপ্রকাশিত কবিতাঃ ৪৮২

             

কবিতা-৪৮২ : ‍সুখের মধুভান্ডার

জিহ্বার কলাকৌশল আজো শিখলে না তুমি?

পৃথিবীতে যতো প্রেম, তার সাথে লেপ্টে থাকে জিহ্বার কলাকৌশল।

পৃথিবীর মনোমালিন্য, ঝগড়া ও হানাহানির মূলেও এই জিহ্বা।

 

পায়ের পাতা থেকে মাথা অব্দি যদি তুমি আমের আচার মাখো বুঝতে পারবে না, তা, টক না তিতা। কিন্তু জিহ্বার আগাতে লাগাতেই তুমি তার স্বাদ বুঝে যাবে।

 

জিহ্বা মানুষকে আপন করে।

জিহ্বা মানুষকে শত্রু বানায়।

হাড্ডিহীন একখন্ড মাংশপিন্ডের মাহাত্ম আবিষ্কার করতে না পারলে

তুমি কারো আপন বা শত্রু হতে পারবে না।

 

তারপরও তুমি রবের কৃতজ্ঞ বান্দা হবে না? তোমাকে কি মন বা বিবেক কিছুই দেয়া হয়নি?

কেন তুমি তার হুকুম অমান্য করে দুঃখের অনলে পোড়ো? পবিত্র কোরআন তো সুখের মধুভান্ডার।

এসো কোরআনের হুকুম মানি।

৫ই মে ২০২৪; বাদ জোহর।

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.