ভ্যানিটিব্যাগ রহস্য - অপ্রকাশিত কবিতাঃ ৪৮৪
কবিতা-৪৮৪ : ভ্যানিটিব্যাগ রহস্য
ভ্যানিটি ব্যাগের রহস্য কি তুমি জানো?
রমনীরা ভ্যানিটি
ব্যাগের ভেতর ভরে রাখে তার পরিশুদ্ধির চাবিকাঠি।
রূপ চর্চার
গোপন রহস্য।
টাকা পয়সার
সাথে তারা রাখে একটি ছোট আয়না, যা তার রূপসী হওয়ার অমোঘ অস্ত্র।
একটু পর
পর তারা সে আয়না দিয়ে পরিপাটি করে নিজের মুখ।
আহা, মানুষের
চরিত্র দেখার জন্য যদি এমন একটি আয়না থাকতো!
মানুষ ড্রেসিং
টেবিল এমনকি বাথরুমেও আয়না লাগায় নিজেকে পরিচ্ছন্ন করার জন্য। কিন্তু মনকে পরিচ্ছন্ন
করার জন্য কোন আয়না পায় না।
পাবে কি
করে? সে তো কোন মুমীনের কাছে যায় না। সে জানেই না, এক মুমীন আরেক মুমীনের আয়না।
তোমার ব্যবহার
ও চরিত্রে কোন কালিমা থাকলে সে তা দেখিয়ে দেয় শুভ্র আয়না হয়ে। তোমাকে সতর্ক করে। সে
তোমাকে সংশোধিত করে জল থেকে উঠে আসা রাজহংসীর মতো।
তোমার চরিত্রকে
করে তোলে অনুপম সুন্দর।
এ আয়না ছাড়া
মনকে শুদ্ধ করার আর কোন আয়না নাই।
তাহলে বলো, যে তোমার
ভুল ধরে সে তোমার আপন না শত্রু? তাবে কেন তুমি তাকে শত্রু ভাবো?
তুমি যদি
শুদ্ধ হতে চাও,
যদি অনুপম
চরিত্র গঠন করতে চাও,
তবে তুমি একজন মুমীনের কাছে যাও।
তার চরিত্র
দেখে শিখে নাও চরিত্র গঠনের শুদ্ধ পদ্ধতি।
তুমি যদি
মুমীন হও, তুমি হও পারদমাখা স্বচ্ছ আয়না। মানুষকে শুদ্ধ করো। জগতকে করে তোল বিশুদ্ধ আতর।
৬ই মে ২০২৪; বাদ মাগরিব।
অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।
No comments