রুখে দাও দাজ্জাল - অপ্রকাশিত কবিতাঃ ৪৩২
কবিতা-৪৩২ : রুখে দাও দাজ্জাল
নগরে নেমে এলো কতিপয় দস্যু।
নিশাচর, বাজপাখি।
মরুভূমির
উপর দিয়ে উড়ে গেল ড্রাকুলা বিমান।
বিমানের
বিকট শব্দে কেঁদে ওঠলো শিশু।
কিছু বুঝার
আগেই লাশ হয়ে গেল কতিপয় তিরতির পাখি।
কে বলে মানুষ
ওরা। ওরা দাজ্জাল। কানা দাজ্জাল।
পৃথিবী ধ্বংস
করার জন্য বসে আছে একচোখা আমেরিকা।
অভিশপ্ত
ইহুদী হয়েছে তাদের দোসর।
এসো হে মানুষ।
রুখে দাও দাজ্জাল।
৬ই
ডিসেম্বর ২০২৩; বাদ জোহর।
অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।
No comments