এই তুমি সেই তুমি - অপ্রকাশিত কবিতাঃ ৪৩৩
কবিতা-৪৩৩ : এই তুমি সেই তুমি
জানি, জানি, এই তুমি সেই তুমি
এখন আর নেই
তো।
তুমি ছিলে
ফুল তোলা
চপল বালিকা
তুমি ছিলে
উড়ে যাওয়া হংস মালিকা।
তুমি ছিলে
নূপুরের নিক্কন
জানালায়
চেয়ে থাকা রুমঝুম পাখি
যার সাথে
মন মোর হতো মাখমাখি।
তুমি আর
সেই তুমি নেই তো।
বকুলের তলে
যাই দেখি না তোমায়
মালা নিয়ে
পথ মাঝে কেউ কি দাঁড়ায়?
মন বলে তুমি
সেই
আসলে তো
তুমি নেই
বেদনা বিধুর
স্মৃতি সুদূরে হারায়।
এখনো দাঁড়িয়ে
আছে সেই শিশু গাছ
চারদিকে
হাহাকার, তুমি নেই আজ।
তুমি নাই
তবু আজ, খাঁড়া আছে সেই তো
যে আমার
প্রিয়জন খাঁড়া আছে সেই তো।
৬ই
ডিসেম্বর ২০২৩; বাদ আছর।
অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।
No comments