মৃত্যু ঠেকাও দেখি? - অপ্রকাশিত কবিতাঃ ৪৩১

  

কবিতা-৪৩১ : মৃত্যু ঠেকাও দেখি?

চাঁদ দ্বিখন্ডিত হলো।

তোমার বিশ্বাস হয়নি।

রাসুল বোররাক চেপে ঘুরে আসলেন সপ্ত আসমান। তোমার বিশ্বাস হয়নি।

হবে কেন, তুমি  তো তা দেখেনি।

 

তুমি কি দেখছো?

তুমি দেখেছো সুদীর্ঘ শিরা উপশিরা।

রোবট বানিয়েছো, মানুষ বানাও দেখি?

মৃতূ দেখেছো। মৃত্যু ঠেকাও দেখি?

না, সবকিছু মানুষের সাধ্যে নেই।

অতএব তোমাকে স্বীকার করতেই হবে, তোমার ওপরেও একজন আছেন।

 

তিনিই আল্লাহ। তোমার স্রষ্টা।

মানুষের স্রষ্টা পৃথিবীর স্রষ্টা।

রাব্বুল আলামীন।

২রা ডিসেম্বর ২০২৩; বাদ জোহর।

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.