জীবন ও সাফল্য - অপ্রকাশিত কবিতাঃ ৪২৯

       

কবিতা-৪২৯ : জীবন ও সাফল্য

শৈশবে পাহাড়টা ডিঙানোর অনেকবার চেষ্টা করেছি। পারিনি। বয়স যখন বিশ তখনও চেষ্টা করছি। শেষবার বয়স তিরিশে আরো একবার। না পারিনি। এটাকেই বলে নিয়তি।

হাজীরা হেরাগুহায় গিয়ে চুমু খায়।

আমি ওটাও পারিনি। সবাই সবকিছু পারে না।

আমি পন্ডিতের খাতা অনুযায়ী পয়ঁষট্টিতে পা দিয়েছি। আসল বয়স আরো বেশী।

আমি যেদিন জন্ম নেই, সেদিন আমার হাত ছিল খালি। মরার পর খালি হাতেই চলে যাবো। তবে বিত্তবৈভবের আমার কি দরকার?

এই পয়ঁষট্টি বছর যিনি আমাকে খাবার দিলেন, পোশাক দিলেন, একদিনের জন্যও তিনি তো তা বন্ধ করেননি। বরং তিনি বলেছেন, আমার জন্য যে রিজিক বরাদ্দ করা হয়েছে, তা ভোগ না করা পর্যন্ত আমি মরতেও পারবো না। কী ভয়ংকর কথা।

সারা পৃথিবী এবং এর সমুদয় শক্তি মিলেও আমার হায়াত এক সেকেন্ডের জন্য বাড়াতে পারবে না। তবে আর ভাবনা কি।

আমাকে সৃষ্টিই করা হয়েছে আল্লাহর এবাদত ও তাঁর বন্দেগী করার জন্য। আমি তাঁর দাস। আমার কাজ মনীবের এ সৃষ্টিজগতের দেখভাল করা। আমি কি তা করেছি না করছি?

ভাবছি, মানুষ বড়ই অকৃতজ্ঞ ও নাদান।

কে বলে আমি ব্যর্থ মানুষ? তাহলে এতগুলো বয়স আমি টিকে থাকলাম কি করে?

একটি পাহাড় ডিঙ্গাতে পারিনি। কিন্তু জীবনের হাজারো চড়াই উৎরাই পার করার অভিজ্ঞতা কি আমার হয়নি?

এটাই সফলতা, এটাই জীবন।

জীবনে একটি কবিতা লিখার নামই সাফল্য।

২২শে নভেম্বর ২০২৩; বাদ ফজর।

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.