আবাবিলে সাদা - অপ্রকাশিত কবিতাঃ ৪২০

কবিতা-৪২০ : আবাবিলে সাদা

সেদিন অমাবস্যা রাতে যখন

উঠোনে তুমুল রোদে ভিজছিলে তুমি তখনি আমার মনে হলো

পরাবস্তব কবিতা লেখার কথা।

 

দেখলাম দুটো সাদা আবাবিল পাখি

ডানা মেলে বসলো সামনে। বললো,

আমাদের পাখনায় চড়ে বসুন,

আমরা আপনাদের সে বরই গাছের

তলায় নিয়ে যাবোযেখানে যাওয়ার কথা ভাবছিলেন আপনারা।

 

তুমি কি ভেবে আমার চোখের দিকে তাকালে। আমি তোমার চোখের প্রতিটি পৃষ্ঠা পড়লাম। দেখলামসেখানে সবুজ কালিতে লেখা 'চলো যাই।'

 

আমি কালবিলম্ব না করে ওঠে বসলাম আবাবিলের সাদা পাখনায়।

পাশেরটাতে চড়লে তুমি। বললে,

ওখান থেকে আমরা  কি সিদরাতুল মোনতাহায় যাবো?

 

এর জবাব আমার জানা ছিল না। আবাবিলের পাখনায় চড়ে আমরা অজানা গন্তব্যে ছুটে চললাম।

১১ই অক্টোবর ২০২৩


অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন। 

No comments

Powered by Blogger.