চলে গেলেন কোরানের পাখি - অপ্রকাশিত কবিতাঃ ৪২২

কবিতা-৪২২ : চলে গেলেন কোরানের পাখি

হে মহামহিম, তুমি আমাদের মাফ করে দাও। আমরা পদে পদে গোনাহ করি, পদে পদে তোমার অসন্তুষ্টি কামাই। আমরা নামাজে ব্যবসার হিসাব মিলাই। রোজা রাখি স্বাস্থ্যপূণরুদ্ধার ও বাহারী ইফতারের জন্য। হজ্জে যাই "হাজী সাব" লকব লাগানোর জন্য।

তবু তুমি দয়া করে আমাদেরকে একজন আল্লামা সাঈদী দিয়েছিলে। যিনি কোরআন খুলে বলতেন আমাদের নাফরমানির কথা। বলতেন তোমার সন্তুষ্টি অর্জনের উপায়।

 

হে মহামহিম। এমন কোন সামাজিক অনাচার নেই যা আমরা করি না। আমরা বুড়ো বাপমার যত্ন নেই না। পড়শির খবর রাখি না।

আত্মীয়তার হক আদায় করি না। এমন কিছুই করি না, যে মুখ নিয়ে তোমার দরবারে আমরা হাত তুলতে পারি।

 

 কিন্তু তুমি জানো, সাঈদীর রায় শোনার পর শুধু তোমাকে ভালবেসে আমরা বাংলার সবুজ জমিন লালে লাল করে দিয়েছিলাম।

কোরানের মহব্বতে নিজের জীবনকে তুচ্ছজ্ঞান করেছিলাম।

মাওলা, তোমাকে ভালবাসি বলেই সন্ত্রাসের কাছে মাথানত না করে হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় পড়েছিলাম।

 

তুমি আমাদের ওপর রহম করো মাওলা। দয়া করে এ জাতিকে সমূহ ধ্বংসের হাত থেকে রক্ষা করো।

মাবুদ, আমরা তোমার দয়ার কাঙাল। সত্যের কাফেলাকে তুমি হেফাজত করো। আমাদের অপবিত্রতা প্রভু শুধু তুমিই দূর করতে পারো। আমাদের তুমি তোমার খাঁটি দ্বীনের পথে কবুল করো মহামহিম।

পৃথিবীর নিকৃষ্টতম দুরাচার, যারা তাকে নিকৃষ্টতম পন্থায় শহীদ করেছে, যার সারা জীবনের তামান্না ছিল "শহীদী মৃত্যু" তুমি তাঁর শাহাদাতকে কবুল করে জান্নাতের উঁঁচু মাকাম দান করো।

হে রাব্বুল আলামীন, তাঁর রক্তের বিনিময়ে তুমি আমাদের দান করো তাঁর আরাদ্ধ ইসলামী রাষ্ট্র।

যে কোরানের রাজ কায়েমের স্বপ্ন নিয়ে চলে গেলেন আমাদের রাহবার, সেই কোরানের রাজ আমাদের দেখাও প্রভু।

ওগো রাহমানুর রাহীম, তোমার মুখলেস বান্দার ওসীলায় আমাদের মাফ করো, মাফ করো।

তুমি জানো, আমরা মজলুম। আমরা জানি, তুমি মজলুমের সহায়। আমাদের ওপর রহম করো মাবুদ। রহমতের বর্ষণ দিয়ে পবিত্র করো আমাদের আত্মা, পবিত্র করো বাংলার সবুজ জমিন।

 

হে আল্লাহ, তুমি আরেকবার পৃথিবীকে কোরআনের ছায়াতলে ঠাঁই দাও।

২২শে অক্টোবর ২০২৩; বাদ ফজর।

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.