খানসার কাব্যপাঠ - অপ্রকাশিত কবিতাঃ ৪৪৮
কবিতা-৪৪৮ : খানসার কাব্যপাঠ
আমি জানিনা, ওইসব ওয়ায়েজীন জানেন কী না, আরবের সব চেয়ে সুকন্ঠী গায়িকা খানসাকে ডেকে পাঠালেন নবী। বললেন,খানসা, কবিতা শোনাও।
খানসা একে
একে কয়েকটি কবিতা শোনালেন। থামলেন এরপর। নবী বললেন, থামলে কেন?
পড়ো, আরো পড়ে।
কী অবাক।
নবীর হুকুম।
খানসার সুর
বেজে উঠলো আবার।
তৃপ্ত হলেন প্রেমময় নবী। একবার নয়। এভাবে বার বার
ডাকলেন খানসাকে।
হাদিসে কি এসব বিবৃত হয়নি হুজুর?
আপনি কি
মাহফিলে রসূলকে তুলে ধরেন? না, এয়াতীমখানার টাকা
তোলেন?
২১শে
ফেব্রুয়ারী ২০২৪; বাদ এশা।
অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।
No comments