কবিতার বই কিনুন - অপ্রকাশিত কবিতাঃ ৪৪৯
কবিতা-৪৪৯ : কবিতার বই কিনুন
তোমরা যে যা-ই বলো, এ জমি আমার।
খতিয়ানে
কোন মহাপুরুষ কোন মহা বাক্য লিখেছিলেন তা আমার জানার দরকার নেই।
আমি জানি, নবী কবিকে দিয়েছিলেন চিত্তখোশ যুদ্ধের গনিমত।
আজকেও কি
কবিকে দিতে হবে একশো উট বা বকরি?
না। কবিকে
দিতে হবে দীলখোশ মোবাইল,ল্যাপটপ।
গায়ের চাদর
নয়, দিতে হবে চিত্তখোশ শাড়ি, পাঞ্জাবি,কলম।
কবিকে খুশি
রাখাই নায়েবে নবীর কাজ। নইলে কিসের আপনি নায়েবে
নবী? নায়েবে নবী হবেন, কবির চিকিৎসার জন্য ভিক্ষা
করবেন,এটা হয় না।
আমি বলি
না, কবির জন্য মসজিদে মঞ্চ বানান। বলি না, কবির
দন্ড মওকুফ করুন। বলি না কবিকে সুন্দরী রমনী উপঢৌকন দিন।
শুধু বলি, কবিতার বই কিনুন।
২রা
ফেব্রুয়ারী ২০২৪; বাদ জোহর।
অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।
No comments