ফিরে এসো স্বর্ণ ঈগল - অপ্রকাশিত কবিতাঃ ৪৫৪

  

কবিতা-৪৫৪ : ফিরে এসো স্বর্ণ ঈগল

তুমি উড়ে এসো হে স্বর্ণ ঈগল

কবুতরের ডেরায় আর কত ঘুমাবে?

দেশে ঈগলের খুব অভাব।

 

কবুতরের ডেড়ায় ওম আছে

নিরাপত্তা আছে, নেই আকাশভরা নীল।

নেই দাঁড়িয়া বাঁধা, ডাংগুলি,

ঈগলের ডানা, হরিণের চোখ।

 

এবার ফিরে এসো কবি

মেঘ মুল্লুকের দেশে,

পদ্মার সোনালী পাড়ে।

সঙ্গে ছাব্বিশ বছরের লাল শাড়ি।

ঘোমটার চোরা নয়ন।

 

ছো মেরে তুলে নাও, দাজ্জাল রাজহাঁস।

ফিরিয়ে দাও পীতবর্ণ রঙের বদলে সবুজ জাজিম।

ফুলুরীর মা কান্দে, আমার ঈগল কই?

 

ফিরে এসো স্বর্ণঈগল।

২১শে মার্চ ২০২৪; বাদ ফজর।

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.