অতিভক্তি - অপ্রকাশিত কবিতাঃ ৪৫৫

   

কবিতা-৪৫৫ : অতিভক্তি

তুমি কোরআন হাতে নিয়ে যদি বলো ,আমাদের ইমামের মত এমন ভদ্র,অমায়িক ইমাম আর হয় না। কি মিষ্টি তেলাওয়াত, আদব কায়দা, পোশাক আশাক, বয়ান।

 

আমি বলবো, তুমি  নির্ঘাত শয়তানের পাল্লায় পড়েছো। তুমি জানো না, এ লোক মুসলিম নয়, খ্রীস্টান। অনেক ট্রেনিং দিয়ে এদের পাঠানো হয় তোমাদের বিভ্রান্ত করার জন্য।

 

বিশ্বাস না হয়, হুজুরের বিছানা উল্টে দেখে এসো ক্রুশ।

হায়রে সাদা দীল মুসলমান, মনে রেখো, অতিভক্তি চোরের লক্ষণ।

২৬শে মার্চ ২০২৪; বাদ এশা। 

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.