ভালোবাসি তোমাকে - অপ্রকাশিত কবিতাঃ ৪৫৩
কবিতা-৪৫৩ : ভালোবাসি তোমাকে
যদি জানেতে চাও কাকে সবচেয়ে বেশী ভালবাসি,
বলবো, তোমাকে।
তোমাকে, তোমাকে এবং তোমাকে।
সত্যি, বিশ্বাস করো, সবচেয়ে বেশী আমি তোমাকেই ভালবাসি।
এরপর?
তোমার প্রিয়তম
ভালবাসার জন কে।
এরপর?
গাছ, পাখি, ফুল,নদী আর
পৃথিবীর
তাবৎ মানুষকে।
আর?
চাঁদ, তারা আর উন্মুক্ত আকাশকে।
হিল্লোলিত
বাতাসকে।
প্লাবিত
জোসনাকে।
ঝরণা, সমুদ্র আর কল্লোলিত সাগরকে।
আরো বলবো?
না, থাক।
না কেন? আমি ভালবাসি নয়নে নয়নে কথা বলা,
স্পেশালী শিশুদের।
লিলায়িত
সবুজ, পাহাড়ের অনড়তাকে।
টিয়া, দোযেল, ডিমপারা ঘুঘু আর পুচ্ছতোলা ময়ূর, অদ্ভুত লেজবিশিষ্ট কাঠবিড়ালিকে।
অ বুঝলাম,তুমি ভালবাসো দুনিয়া জাহান।
না, আমি ভালোবাসি স্রষ্টার অপরূপ সৃষ্টি।
১৪ই
মার্চ ২০২৪; বাদ ফজর।
অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।
No comments