সবই তাঁর দান - অপ্রকাশিত কবিতাঃ ৪৬২

          

কবিতা-৪৬২ : সবই তাঁর দান

কিছুই লিখিনি আমি, সব তাঁর দান

যাঁর প্রেমে ভরা এই দুনিয়া জাহান।

তাঁর প্রেমে লিখি আমি কাব্য ছড়া গান

তাঁর প্রেমে বানাই আমি ফুলের বাগান।

 

গাছের গোড়ায় ঢালি সুশীতল পানি

শোনাই সবাকে প্রিয় রাসূলের বানী।

তাতে যদি কারো কোন হয় উপকার

সবটাই রহম খোদার অসীম আল্লাহর।

 

প্রশংসা সব তাঁর, আমি গোনাহগার

বিনিময়ে চাই শুধু দীদার পরোয়ার।

কত গোনাহ করেছি, মাফ করে দাও

আমারে তোমার খাঁটি বান্দা বানাও।

 

লেখা হোক বাগান আর সুবাসিত ফুল

লেখা পড়ে সকলের ভেঙে যাক ভুল।

তোমারে মানুক প্রভু, ওগো পরোয়ার

এ বিশ্বে আবার দাও দ্বীন সুকুমার।

 

তোমার নবীর যেনো শাফায়াত পাই

অধম উম্মত তাঁর এ আরজি জানাই।

আমাকে বানাও প্রভু পাক্কা মুসলমান

আমাকে বানাও তুমি খাঁটি ইনসান।

১৪ই এপ্রিল ২০২৪;  রাত ১:২০ মিনিট।

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.