নূহের ক্রন্দন - অপ্রকাশিত কবিতাঃ ৪৬১
কবিতা-৪৬১ : নূহের ক্রন্দন
কেনান! কেনান! কেনান!
যেদিকে চোখ
যায় শুধুই কেনান।
ভেসে যায়
অবাধ্য কুকুরের লাশ,
মনে হয় কেনান।
শুকর শেয়াল
ভাসে, মনে হয় কেনান।
হে আল্লাহ, নবীর পুত্রকেও
ক্ষমা করোনি, কাকে ক্ষমা করবে তুমি?
বাপের গলা
টিপে ধরা সন্তানকে ক্ষমা করবে তুমি? মাকে কলঙ্কিনী অভিশাপ দেয়া সন্তানকে
ক্ষমা করবে তুমি?
আদালতে দাসখত দিয়ে সন্তানকে তালাক দেয়া নারীর হাতে তুলে দিয়ে
অধিকার বঞ্চিত সন্তানের বাবাকে ক্ষমা করবে তুমি?
সমাজ কি
এভাবেই পঁচে যাবে?
তুমি পুত্রদের
হেদায়াত দাও।
অবাধ্য সন্তানের
হাত থেকে বাঁচাও পিতাদের।
সন্তানকে
বাঁচাও আগুনের হাত থেকে।
ছেলে একবেলা
না খেলে মায়ের বুক ফেটে যায়। যখন আগুনে জ্বলবে তখন কেমন করে সইবে মা?
প্রভু, আগুন থেকে
বাঁচাও বিশ্বের সব সন্তানকে। আমাদের পাপমুক্ত করো।
রহম করো
আমাদের ওপর।
মাকে আদরের
সাথে শাসন করার ক্ষমতা দাও।
ইয়া রব।
নবী নূহের আত্মার ক্রন্দন থামাও।
৭ই এপ্রিল ২০২৪; বাদ মাগরিব।
অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।
No comments