স্বপ্নফুল - অপ্রকাশিত কবিতাঃ ৪৭৬
কবিতা-৪৭৬ : স্বপ্নফুল
সময়ের ঘোড়া লাফিয়ে উঠলো।
নামলো এসে
পদ্মপুকর জলে।
বললাম, তুমি? তুমি কেন
এসেছো?
সে তার চিরায়ত
হাসি মেলে ধরে বললো,
আপনার স্বপ্নফুল নিতে এসেছি।
ইদানিং আমি
যে ব্যবসায় নেমেছি,
সেখানে স্বপ্নফুলের
বেশ কদর।
আপনার পদ্মপুকুর
থেকে কিছু স্বপ্নফুল চাই।
আমি পরিতৃপ্তির
হাসি হাসলাম।
বললাম, যত খুশি
নাও। তবে সাবধান,
অপাত্রে এ ফুল বিলাবে না।
স্বপ্নফুল
জীবনের চেয়ে দামী।
হাসলো আফসার
নিজামও।
বললো, ঈমানের দাম
ছাড়া কারো কাছে বিক্রি করি না আমি স্বপ্নফুল।
আপনি শুধু
দোয়া করবেন সময়ের ঘোড়া যেন বেয়াড়া আচরণ না করে।
৪ঠা মে ২০২৪; বাদ জোহর।
অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।
No comments