জানি আর কোনদিন - অপ্রকাশিত কবিতাঃ ৪২৭
কবিতা-৪২৭ : জানি আর কোনদিন
জানি আর কোনদিন আসবে না তুমি
আর কোনদিন
তুমি তাকাবে না ফিরে।
দূর থেকে
দূর তুমি আরো যাবে দূরে
গদী নেই
কাছে তাই আসবে না ঘুরে।
জানি আর
কোনদিন আসবে না ফিরে।
প্রয়োজন
ছাড়া কেউ আসে না কাছে
অকারণে কবে
কে, কারে ভালোবাসে
দরকারে হয়
প্রিয় সবাই অনায়াসে।
স্বার্থের
টান ছাড়া বলো কে হাসে?
যতোই হোক
না রূঢ় - তবু মরুভূমি
স্বার্থের
টানে মানুষ তাও যায় চুমি।
প্রয়োজনে
সকলেই হয় রে আপন
একা হয় দরকারে, ছুটে যায় ভীড়ে।
জানি আর
কোনদিন আসবে না ফিরে।
১৭ই
নভেম্বর ২০২৩; বা ফজর।
অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।
No comments