কবিতার উপমা - অপ্রকাশিত কবিতাঃ ৪৯৪

                         

কবিতা-৪৯৪ : কবিতার উপমা

কী উপমা দেবো কবিতার?

কবিতা তো হৃদয়ের বেদনানাশক মলম।

বিপ্লবের লাল পদ্মের নাম কবিতা। কবিতা ভালবাসার পুষ্পবিলাস।

কবিতা বিলের এক অধরা ডাহুকী।

কবিতা শিশিরসিক্ত দুর্বাঘাস।

 

পেখম মেলা ময়ূরীর আরেক নাম কবিতা।

কবিতা মেঘ থেকে ঝরে পড়া ফোটা ফোটা বৃষ্টির আরাম। কবিতা প্রেয়সীর নাকফুল, খোঁপায় বাঁধা বেলীফুলের মালা।

কবিতা নবজাতকের প্রথম সুতীব্র চিৎকার।

 

কবিতা শব্দের কারুকার্যময় অবাক বিন্যাস।

কবিতা মায়ের মায়াময় হাত।

অসহায় জনতার উত্তলিত হাতের নাম কবিতা।

কবিতা দুখিনী মরিয়মের কষ্টের প্রলেপ।

কবিতা ফিলিস্তিনী শিশুর অসহায় মুখ।

কবিতা সন্তানহারা মায়ের বেদনাবিলাপ।

 

লাইলীর প্রেমের নাম কবিতা।

কবিতা প্রজাপতির চিত্রল বিন্যাস।

কবিতা অবাক হয়ে চেয়ে থাকা খোকার মুগ্ধতার নাম।

 

কবিতা আকাশের চাঁদ, কোকিলের সুর।

কবিতা আলো আঁধারিতে ভেসে আসা ভোরের আজান। কবিতা বেহুলার হৃদয় আকুল করা বিলাপের নাম।

কবিতা পুত্র গুম হওয়া মায়ের অসহ্য ক্রন্দন।

 

কবিতা ফুলতোলা সুগন্ধি রুমাল। মানুষ যাকে বুকের সাথে জড়িয়ে রাখে অনাদি অনন্ত কাল। কবিতা জমজমের পানি।

কবিতা হৃদয়ে শিহরতোলা অদ্ভুত আলো ঝলমল বিস্ময়মাখা ঝর্ণা।

১৯শে মে ২০২৪; বাদ আছর।

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.