মেঘ বা ময়ূরের কাছে যাও - অপ্রকাশিত কবিতাঃ ৪৯৩
কবিতা-৪৯৩ : মেঘ বা ময়ূরের কাছে যাও
ভাবছি, কবিতা বিক্রি করবো।
প্রতিটির
মূল্য মাত্র একশো টাকা।
অনেক কষ্টে
বানিয়েছি। সারারাত জেগে ছিলাম। এক মিনিটের জন্যও ঘুমাতে পারিনি। লাটিমের মত ঘিলু ঘুরিয়েছি।
অনেক কষ্টে জোগাড় করেছি লাইলীর মত শব্দের মিছিল।
তারপর বিবেকের
নিক্তিতে তুলে শব্দকে বাছাই করতে হয়। কানকে
বলতে হয় শব্দের দৈর্ঘ প্রস্থ মাপতে। মনের ভালবাসার পরাগ মেখে কবিতা বানিয়েছি।
কিনবেন কেউ
কবিতা?
একটি কবিতার
দাম মাত্র একশো টাকা।
তুমি বললে, তোমার কবিতা
কেউ কিনবে না।
কবিতার মূল্য
দেয়ার মত সম্পদ এদেশে কারো নাই।
ভালবাসা
যেমন ভালবাসা দিয়ে কিনতে হয়, কবিতাও তেমনি ভালবাসা দিয়ে কিনতে হয়।
এ শহরে ভালবাসা
দেয়ার মত কেউ নেই।
তারা সব
ফতুর হয়ে গেছে।
সবাই ভালবাসার
কাঙাল।
কে কিনবে
তোমার কবিতা?
টাকার মত
দেশের ভালবাসাও বিদেশে পাচার হয়ে গেছে। নিষ্ঠুর শাসকের দেশে ভালবাসা থাকে না।
তখন মানুষ
সবাই নিষ্ঠুরতার চাষ করে।
হৃদয়হীন
মানুষ কি কবিতা কেনে?
তুমি যদি
ভালবাসা বিক্রিই করতে চাও তবে চলে যাও মেঘের কাছে। সে তার ভালবাসার বৃষ্টি দিয়ে তোমাকে
ভিজিয়ে দেবে। নইলে ময়ূরের কাছে যাও, সে তার পেখম মেলে তোমাকে অভ্যর্থনা
জানাবে।
মনে রেখো, হৃদয়হীন
মানুষ
কখনো, কোনদিন কবিতা
কেনে না।
১৯শে মে ২০২৪; বাদ জোহর।
অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।
No comments