সুন্দরের অনিশেষ জয়যাত্রা - অপ্রকাশিত কবিতাঃ ৪৯২

                       

কবিতা-৪৯২ : সুন্দরের অনিশেষ জয়যাত্রা

একজন বিপ্লবী ঝড়ের মত

সে কখনো থামতে জানে না।

ঝড় বাড়িঘর ভাঙে, বৃক্ষ ভাঙে

বিপ্লবী ভাঙে সমাজ ও  সভ্যতা।

অন্ধত্বের অচলায়তন ভেঙে সে গড়ে আলোর ভুবন।

 

সমাজে থাকলে সে সমাজ পাল্টায়।

তাকে জেলে দিলে সে জেলখানায় গড়ে তোলে পুষ্পকানন। যদি ফাঁসি দেয়া হয়?

সে পৃথিবীর মানুষের মানস পাল্টে দেয়।

বস্তুত, বিপ্লবী এক আমূল ঝড়ের নাম।

 

বিপ্লবী কখনো থামতে জানে না।

আমরণ সে লড়ে যায় নষ্ট সমাজের বিরুদ্ধে। বুকের ভেতর আসন গেড়ে বসা নিষিদ্ধ ইতরামির বিরুদ্ধে। জমজমের পানি দিয়ে সে ধুঁয়ে দেয় নফসের অহম, লোভের বিকট জিহ্বা।

 

সে জানে, সে কোন হিংস্র জানোয়ার নয়। সে পুষ্পিত ফুলের চেয়েও মায়াময়।

সে পরম সত্ত্বার খলিফা।

তাকে বানানোই হয়েছে পৃথিবীকে সুন্দর করার জন্য, মানুষের বাসযোগ্য করে গড়ে তোলার জন্য।

 

তাই বিপ্লবী মানে ঝড়ের মত বেগবান সাইক্লোন, যে কখনো থামতে জানে না।

বিপ্লবী মানে অশুভ সমাজ সংহারক বেগবান ঝড়।

বিপ্লবী মানে আঁধার রাতে আলোর মিছিল। সুন্দরের অবিরাম জয়যাত্রা।

১৯শে মে ২০২৪; বাদ ফজর।

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.