রেল লাইনের পাশে - অপ্রকাশিত কবিতাঃ ৪৮৭
কবিতা-৪৮৭ : রেল লাইনের পাশে
রেল লাইনের পাশে পড়ে আছে সিফিলিস আক্রান্ত বিষন্ন যুবক।
তার শরীর
থেকে পুঁজের বিকট দুর্গন্ধ বাতাসকে বিষিয়ে তুলছে।
মনে হয়, রেল লাইনের
পাশে পড়ে আছে
বিবর্ণ বাংলাদেশ।
ঢাকা শহরে
বাস করেও এ যুবক দেখেনি সবুজ ধানের ক্ষেত, শর্ষের হলুদিয়া মাঠ, শাপলার বিল।
শোনেনি, ঘুঘুর ডাক, পাখির কিচিরমিচির।
একদিন এ
যুবককে দেখেছিলাম আবুলের বস্তিতে মাস্তানি করছে। লোকে বললো, সে এ তল্লাটের
রাজা।
রাজা শুয়ে
আছে রেল লাইনের পাশে। মাছির মত সেখানে উড়ছে আধুনিক সভ্যতা। পুঁজিবাদের বিষাক্ত নেটের
জগত। তিন তারকা হোটেলের কতিপয় চোখ ধাঁধানো মোহন সাপ ঘিরে আছে তাকে।
ট্রেনের
বিকট হুইশেল বাজছে। আকাশে ঝড়ের পূর্বাভাস। জানি না, এ ঝড় কি নিয়ে আসবে কেয়ামতের শীলাঝড়, নাকি রহমতের
বৃষ্টি। জানি না,
এ যুবক কখনো কি বাংলাদেশ দেখতে পারবে?
১২ই মে ২০২৪; বাদ জোহর।
অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন,আল্লাহ প্রিয় কবিকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন,আমিন
ReplyDeleteআমীন।
Delete