পথের কবি - অপ্রকাশিত কবিতাঃ ৪৭২
কবিতা-৪৭২ : পথের কবি
আমি এক পথের
কবি
পথই বাড়ি, পথই আমার
ঘর
পথে পথে
হেঁটে চলি আমি নিরন্তর।
তোদের জন্য
খুলে রাখি আমার এ অন্তর।
বাউল মন, ফাউল লোক
এ পথ দিয়েই
হাঁটে
কাঁধের ওপর
শুয়ে থাকে
মানুষ শেষের
খাঁটে।
পথই আমায়
নিয়ে যাবে
আমার আসল
ঘর
কেউ রবে
না জমিদার, কেউ রবে না বর।
অচীন মানুষ
আসবে না আর কাছে।
ফুটবে না
ফুল কভু মরা গাছে।
জানি নাগো
ছোট্ট ঘরে কারা কেন নাচে।
পার হবো
এ জীবন সমুদ্দুর।
পথে পথে
বাজিয়ে যাবো অচেনা এক সুর।
আমি এক পথের
কবি
পথই বাড়ি, পথই আমার
ঘর
পথে পথে
হেঁটে চলি আমি নিরন্তর।
কভু হাঁটি
চার পায়ে, কাঁপে না অন্তর।
১২ই জানুয়ারী ২০২৪; বাদ মাগরিব।
অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।
No comments