বৃষ্টির জন্য প্রার্থনা - অপ্রকাশিত কবিতাঃ ৪৬৭

               

কবিতা-৪৬৭ : বৃষ্টির জন্য প্রার্থনা

পুনরায় বিকশিত হোক প্রিয় আলো

মুছে যাক গ্লানিময় ক্রুর অভিশাপ

আসুক নেমে ফের শুভ আর ভালো

মুছে যাক মানুষের কুৎসিত পাপ।

 

ধরনীটা শুচি হোক বৈশাখী তাপে

আল্লাহর ভয়ে যেন এ হৃদয় কাঁপে

মানুষের বুকে জমা কালিমার দাগ

গ্লানিময় কলুষেরা সব মুছে যাক।

 

জাগুক বিশ্বের মানুষ, জাগুক ধরা

পাপীদের হাতগুলো আঁকড়ে ধরুক

পাপের ভয়ে লোকের বিবেক নড়ুক

বুঝুক এ নয় তাপদাহ, শুধুই খরা।

 

গরমে বাঁচে না প্রাণ, রহমের তরে

উঠাও দুহাত তুমি প্রতি ঘরে ঘরে।

কাকুতি মিনতি করে দয়া শুধু চাও

রহমান রহীম তুমি, দাও বৃষ্টি দাও।

২৯শে এপ্রিল ২০২৪; বাদ ফজর।

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.