চাঁদের ছলনা - অপ্রকাশিত কবিতাঃ ৪৬৬
কবিতা-৪৬৬ : চাঁদের ছলনা
চাঁদ হাসে দূর দেশে, কাছে আসে না
আমাকে ফাঁসায়
প্রেমে, চাঁদ ফাঁসে না।
বার বার
কথা দেয়
মায়ার কাজল
নেয়
জোসনার আলো
দেয়, ভাল বাসে না।
আমাকে ফাঁসায়
প্রেমে, চাঁদ ফাঁসে না।
বুকে তার
কালিমার কলঙ্কের দাগ
আশায় আশায়
কাটে বুকের ভূভাগ
অপলক চেয়ে
রই
চাঁদ হেসে
গেল কই
দূরে থেকে
চাঁদ বাড়ায় তবু অনুরাগ।
আমার বুকে
যতো প্রেম ছুটে আসে
দূর থেকে
দূরে সে, যায় অনায়াসে
আমাকে ভাসায়
দুখে, নিজে ভাসে না
কথা দিয়ে
কোনকালে কাছে আসে না।
চাঁদের ছলনা
জালে বাঁধা পড়ে মন
দুখের অনলে
আমি ভাসি অনুক্ষণ
কথা দিয়ে
তবু চাঁদ
বার বার
পাতে ফাঁদ
পৃথিবীর
কাউকে সে ভাল বাসে না
কথা দেয়
সুখী চাঁদ, কাছে আসে না।
২৭শে
এপ্রিল ২০২৪; বাদ জোহর।
অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।
No comments