গড়লে নয় নীড় - অপ্রকাশিত কবিতাঃ ৪৬৮
কবিতা-৪৬৮ : গড়লে নয় নীড়
তোমায় প্রথম দেখেছিলাম
তোমায় প্রথম
দেখেছিলাম হরিৎ কুঞ্জবনে।
শুভ্র মেঘের
সনে।
একান্ত আনমনে।
গভীর ধ্যানে
কি যেন কি
ভাবছো আপন
মনে।
গভীর শোকে
একটু একটু
কাঁপছো সংগোপনে।
চাইলো ফিরে
আশা।
বললো বন্ধু
ছাড়ো তুমি
চিন্তা সর্বনাশা।
আজো ধরায়
বেঁচে আছে
কোমল ভালবাসা।
যার দয়াতে
এলে ধরায়
বেঁচে আছেন
তিনি
তাঁর কাছে
সব খুলে বলো
ওগো মন্দাকিনি।
উঠলে হরিৎ
বনে।
নামলে নতুন
রণে।
খেললে খেলা
পাশা।
দেখলে ভালবাসা।
জাগলো মনে
আশা।
গড়লে নয়া
নীড়
তুমি এখন
বীর।
২৪শে
ডিসেম্বর ২০২৩; বাদ ফজর।
অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।
No comments