অনন্ত প্রেমসাগর - অপ্রকাশিত কবিতাঃ ৪৯৬

                           

কবিতা-৪৯৬ : অনন্ত প্রেমসাগর

সমুদ্রের কথা মনে আছে তোমার?

আমরা দাঁড়িয়েছিলাম কলাতলী বীচে।

তুমি তাকিয়েছিলে সাগরপানে। আমি পাশে।

সমুদ্রের ঢেউ তোমাকে উন্মাতাল করে ফেললো। নড়ে উঠলো তোমার হৃদয়ের কলকব্জা। ঢেউয়ের তান্ডবতায় তুমি বিমোহিত হলে। ভুলে গেলে তুমি জগৎসংসার। ভুলে গেলে আপনজন, এমন কি আমাকেও।

 

কি উদ্দাম ঢেউয়ের তান্ডব। অনন্তকালকে একাকার করে সে ছুটছে বিরামহীন। কোন ক্লান্তি নেই। ঘুম নেই। বিশ্রাম নেই। নেই বৈকালিক আড্ডায় চা খাওয়ার তাড়া। এরই নাম জীবন। এরই নাম প্রগতি। স্বপ্নের পথে বিরামহীন ছুটে চলা।

সমুদ্র যেন ডাকছে তোমায়। একটানা ঢেউয়ের আছড়ে পড়ার সে আহবানে তুমি উতলা। আমার হাত ছেড়ে তুমি সাগরে পা ডুবালে। যেন সমুদ্রের বুকে ঝাঁপিয়ে পড়ল বিমুগ্ধ কাকড়া।

 

মানুষের মনকে আবিষ্ট করে বিশালতা। সমুদ্রের বিশালতায় ঝাঁপিয়ে পড়ে মানুষ। প্রেমে পড়ে সাগরের।

তোমার কি ইচ্ছে হয় না, যার হৃদয়ের কোন কূল নাই, কিনার নাই, সেই স্রষ্টার অনন্ত প্রেমসাগরে কখনো ডুব দিতে?

২৬শে মে ২০২৪; বাদ ফজর।

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.