অদৃশ্য চাবুক - অপ্রকাশিত কবিতাঃ ৪৩৪

     

কবিতা-৪৩৪ : অদৃশ্য চাবুক

হে সাগরের সাপ

তোমাকে দেখলে যে কেউ আকর্ষিত হবে।

অমন কারুকাজ, অমন শৈলী, অমন দেহের ভাজ, মগজের অনুপম সৌন্দর্যের মোহনীয় রূপ পৃথিবীর বিষ্ময়। দেখলেই ভালবাসতে ইচ্ছে করে। কিন্তু ভাল কি বাসা যায়।

না, আমাকে কখনো ছোবল হানোনি তুমি। হানলে কবেই মরে ভূত হয়ে যেতাম।

 

তবে কথার চাবুক খেয়েছি রাতদিন।

যেনো বিপুল সওদাগরের চাবুক।দারোগা জানে কিভাবে হানতে হয় শপাং চাবুক।পায়ের তালু, পেট, পিঠ,ঘাড় ও মাথায় কোথায় কতটা মারলে বন্দী ব্যথা পাবে কিন্তু মরবে না।

 

এই আপ্ত কৌশল কিভাবে যে শিখলে। সংসার ক্লাস করতে করতে তুমি বেশ ঘাগু হয়ে উঠছো।

ইদানিং তোমার আদর যেন অদেখা নাকফুল। ক্ষতবিক্ষত করে।

বৈধব্যের জেওর পড়তে চায় কোন উর্বশী?

 

আহ, যদি এ বর্ম না থাকতো তবে এ সভ্যতা কবেই নরহীন হয়ে যেতো। ভাগ্যিস বেগম রোকেয়া, তোমার অদৃশ্য চাবুকে এখনও সভ্যতা কী সুন্দর কুয়াশায় মিশে আছে। যেখানে পা রাখলে আমাদের হৃদয় ভিজে যায়।

১৫ই ডিসেম্বর ২০২৩; বাদ আছর।

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.