নির্লিপ্ত ও উদাসীন দিন - অপ্রকাশিত কবিতাঃ ৪২১

কবিতা-৪২১ : নির্লিপ্ত ও উদাসীন দিন

আমরা যখন স্টেশনে পৌঁছলাম তখনো ট্রেন আসতে কিছুটা বাকী।

আমরা অপেক্ষা করছি। রাতের আঁধার ও কুয়াশা বেড়েছে। তবু আমরা কেউ ঘরে ফিরে গেলাম না।

 

আমরা ট্রেনের অপেক্ষায় প্রহর গুনতে লাগলাম। আঁধারে কিছুই দেখা যায় না, কিন্তু আমরা জানি, ট্রেন আসবে। আমাদের চোখ কান ট্রেনের ঘোলা বাতি বা হর্ণ শোনার জন্য উদগ্রীব হয়ে থাকলো।

 

আমারও যাবার ট্রেন আসবে। আমিও চলে যাবো। থাকার জন্য আমরা কেউ আসিনি।

 

কিন্তু দুঃখজনক হচ্ছে,

আমরা যাবার জন্য কোন প্রস্তুতিই নেইনি।

আমরা সব জানার পরও কি নির্লিপ্ত ও উদাসীন দিন কাটাচ্ছি।

১৭ই অক্টোবর ২০২৩; বাদ ফজর।

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.