রক্তিম প্রসন্ন বিকেল - অপ্রকাশিত কবিতাঃ ৪৩০
কবিতা-৪৩০ : রক্তিম প্রসন্ন বিকেল
আমি চাঁদকে বললাম, যা।
গেল না চাঁদ।
কুন্ডলি পাকানো প্রভুভক্ত কুকুরের মত
সে শুয়ে রইলো উঠোন ভরে।
আমি বিবেককে বললাম, যা।
গেল না বিবেক।
সে অবুঝ শিশুর মত মাকে আঁকড়ে ধরে পড়ে রইলো বুকের ভেতর।
বললাম, তোরা যাসনে কেনো?
ওরা বিল ভরা দীর্ঘ এক নিঃশ্বাস ফেলে বলল, বললেই সব যায় না। যেতে পারে না।
আমি বললাম, এখন অনেক রাত। এবার তোরা যা, আমি একটু ঘুমাবো।
ওরা আরো গাঢ় হয়ে বললো, ঘুমাও, আমরা তোমার সাথেই আছি। পৃথিবীর জঞ্জাল তোমাকে অশান্ত করে তুলেছে। আমরা থাকবো তোমার সাথে।
স্বপ্নে আমরা আসবো বৃষ্টি হয়ে।
বৃষ্টি যেমন বৃক্ষের পাতা, কান্ডের ধুলোবালি ধুয়ে দুর করে দেয়, আমরাও তাই করবো। আমরা তোমার অন্তর ধুয়ে দেবো।
ধুয়ে দেবো হিংস্রতা, লোভ, ঘৃণা।
তুমি আশরাফুল মাখলুকাত।
সৃষ্টির সেরা জীব, মানুষ।
আমরা আবার তোমাকে মানুষ বানাবো। মানুষ কেন হিংসাতুর হবে?তুমি হবে রক্তিম প্রসন্ন বিকেল।
২রা ডিসেম্বর ২০২৩; বাদ ফজর।
অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।
No comments