রক্তিম প্রসন্ন বিকেল - অপ্রকাশিত কবিতাঃ ৪৩০

 

কবিতা-৪৩০ : রক্তিম প্রসন্ন বিকেল

আমি চাঁদকে বললামযা।

গেল না চাঁদ।

কুন্ডলি পাকানো প্রভুভক্ত কুকুরের মত

সে শুয়ে রইলো উঠোন ভরে।

আমি বিবেককে বললামযা।

গেল না বিবেক।

সে অবুঝ শিশুর মত মাকে আঁকড়ে ধরে পড়ে রইলো বুকের ভেতর।

 

বললামতোরা যাসনে কেনো?

ওরা বিল ভরা দীর্ঘ এক নিঃশ্বাস ফেলে বললবললেই সব যায় না। যেতে পারে না।

 

আমি বললামএখন অনেক রাত। এবার তোরা যাআমি একটু ঘুমাবো।

ওরা আরো গাঢ় হয়ে বললোঘুমাওআমরা তোমার সাথেই আছি। পৃথিবীর জঞ্জাল তোমাকে অশান্ত করে তুলেছে। আমরা থাকবো তোমার সাথে।

 

স্বপ্নে আমরা আসবো বৃষ্টি হয়ে।

বৃষ্টি যেমন বৃক্ষের পাতাকান্ডের ধুলোবালি ধুয়ে দুর করে দেয়আমরাও তাই করবো। আমরা তোমার অন্তর ধুয়ে দেবো।

ধুয়ে দেবো হিংস্রতালোভঘৃণা।

 

তুমি আশরাফুল মাখলুকাত।

সৃষ্টির সেরা জীবমানুষ।

আমরা আবার তোমাকে মানুষ বানাবো। মানুষ কেন হিংসাতুর হবে?তুমি হবে রক্তিম প্রসন্ন বিকেল।

২রা ডিসেম্বর ২০২৩; বাদ ফজর।

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.