কথা কেন রাখে না মানুষ? - অপ্রকাশিত কবিতাঃ ৪৬৫

             

কবিতা-৪৬৫ : কথা কেন রাখে না মানুষ?

কথা দিয়ে কথা কেন রাখে না মানুষ?

মানুষ কি ভুলে গেছে কোরানের কথা, হাদীসের কথা?

যারা কথা দিয়ে কথা রাখে না তারা নিকৃষ্ট মানুষ। ইসলামী পরিভাষায় পাক্কা মুনাফিক। তুমি কি আল্লাহকে ভয় পাও না?

রাসূলের সতর্কবানী কি তোমাদের কানে যায়নি?

 

তুমি এমনকি বিপদে পড়লে যে,

কথা দিয়ে কথা রাখলে না?

মুখে বলো, তুমি আমার ভাই। আমাদের সম্পর্ক বুনিয়ানুম মারসুসের মত, শীশাঢালা প্রাচীরের মত। তবে তোমার সমস্যা বলতে লজ্জা কিসের?

 

তোমার জন্য অপেক্ষা করতে করতে আমার বুক শুকিয়ে যাচ্ছে, উদ্বেগ উৎকন্ঠা বাড়ছে। তুমি কথা রাখলে না। তবে কি তুমি মুনাফিক হয়ে গেলে?

 

তোমার জন্য অপেক্ষা করে পার করলাম শত চন্দ্রজোসনা, কাঠফাটা দিন। তুমি কথা রাখলে না।

তুমি কি ভাবো, আমার সময়ের কোন দাম নাই? আমার উৎকন্ঠায় কোন কষ্ট নাই?

 

আমি আমার কথা ভাবি না,

ভাবি তোমার পরিনতির কথা।

এই যে কথা দিয়ে রাখলে না,

তোমার কি কোন পাপ হবে না?

কোন শাস্তি হবে না?

 

আজকাল ফোন দিলে ফোন ধরো না, ম্যাসেজ দিলে জবাব দাও না, এতটাই নিচে নেমে গেলে?

কি এমন সমস্যা হতো তোমার সমস্যা জানালে?

 

বান্দার হক আল্লাহও ক্ষমা করবেন না। তুমি আমার হক মেরেছো। আমার অমূল্য সময় নষ্ট করেছো, আমার বিশ্বাসকে চুরমার করে দিয়েছো, তোমার কি ক্ষমারও দরকার নেই?

 

তোমার লেবাস, তোমার বক্তৃতা শুনলে মনে হয়, এসব নতুন কোন মুনাফেকী, স্রেফ ভন্ডামী। বক্তৃতা কি আমল? আমল কই তোমার? তবে কি নেতাও মুনাফিক হয়?

 

হায়, মানুষ কেন কথা দিয়ে কথা রাখে না?

২৭শে এপ্রিল ২০২৪; বাদ ফজর।

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.