আমরা শিবির করবোই - অপ্রকাশিত কবিতাঃ ৪২৪

  

কবিতা-৪২৪ : আমরা শিবির করবোই

আমরা শিবির করবোই

জালিমের টুটি চেপে ধরবোই

সত্যের পথে চিরদিন আমরা

লড়বোই, লড়বোই, লড়বোই।

আমরা শিবির করবোই।

 

আমরা শিবির করবোই।

সত্যের পিরামিড গড়বোই

হাতে হাত সকলে ধরবোই

একসাথে মিলেমিশে লড়বোই

আমরা শিবির করবোই।

 

অন্যায় যেখানে সেখানেই আমরা

মন্দের সয়লাব রুখবোই।

বাতিলের সয়লাব রুখবোই

আমরা শিবির করবোই।

 

সন্ত্রাস, ভয় ভীতি মানি না

আপোষের বাতচিত জানি না

অসহায় মানুষের

পাশে পাশে আমরা

সাহসের শিখা হয়ে জ্বলবোই।

হক কথা চিরদিন বলবোই।

আমরা শিবির করবোই।

 

অসহায় মানুষের কান্না

আর না, আর না, আর না।

আমাদের হস্ত ছুটে যাবে ত্রস্ত

মুক্তির দুয়ার খুলে ধরবোই

ঐক্যের মিনার ফের গড়বোই

আমরা শিবির করবোই।

 

কেউ খাবে, কেউ খাবে না

কেউ পাবে বেশুমার,

কেউ কিছু পাবে না।

এইসব হবে না, হবে না

জাকাতের বিধান কায়েম করবোই

বাতিলের বিরুদ্ধে লড়বোই

আমরা শিবির করবোই।

 

দুর্নীতি, প্রতারণা রুখবো

সুখ আর শান্তির সুবাতাস শুকবো

আলোর মশাল মোরা জ্বালবোই

আঁধারের কীট মোরা মারবোই

আমরা শিবির করবোই।

 

আমরা শিবির করবোই।

হক পথে চিরকাল লড়বোই

মিথ্যার টুটি চেপে ধরবোই

জিহাদের ময়দানে মরবোই

আমরা শিবির করবোই।

 

আমরা শিবির করবোই।

আমরা শিবির করবোই।

২৩শে অক্টোবর ২০২৩; বাদ মাগরিব।

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.