সে কেবল ঈমান - অপ্রকাশিত কবিতাঃ ৩৫০

               

কবিতা-৩৫০ : সে কেবল ঈমান

মন্দটাকে বন্ধ করা মুসলমানের কাজ।

সেই কথাটা কয়জন বলো

মনে রাখে আজ?

মন্দ যতো কর্ম আছে মুসলমানে করে।

মন্দ রাখে নিজের অফিস

এবং নিজের ঘরে।

মন্দ মানে পাপ।

মন্দ হচ্ছে অগ্নিসাগর

দোজখের উত্তাপ।

পাপ সায়রে ডুবে গেলে উবে যায় সব সুখ।

দেশ সমাজ আর মনের ভেতর

বসত করে দুখ।

 

মন্দটা তাই বন্ধ হয় না, মন্দ কেবল বাড়ে।

মন্দ থাকে নিজের মাথায়

বুকে এবং ঘাড়ে।

 

যতোই বলি মন্দটারে, আর বাড়িস না ভাই।

মন্দ বলে আমায় ওসব

বলেতো লাভ নাই।

নামাজ পড়ে, রোজা করে, হারাম নিজে খায়।

এরাই সাজে রাতের খদ্দের মসজিদেও যায়।

 

মুসলমানের বাচ্চা তো হয় সাচ্চা মুসলমান।

একটা অস্ত্রই লাগে তাহার,

সে কেবল ঈমান।

১২ই সেপ্টেম্বর ২০২০ : ১১টা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.