সুন্দরের জন্য অপেক্ষা - অপ্রকাশিত কবিতাঃ ৪৪৩

  

কবিতা-৪৪৩ : সুন্দরের জন্য অপেক্ষা

হে মানুষ, যেখানে চাঁদ থাকে না সেখানে জোসনা থাকে না।

সূর্যকে ঢেকে দিলে রোদ থাকে না।

সত্য ঢেকে দিলে নীতি ও নৈতিকতা থাকে না।

যেখানে নীতি ও নৈতিকতা নেই,

মনে রাখবে, সেখানে মানুষও নেই। যেখানে মানুষ নেই সেখানে বাস করে কতিপয় জন্তু ও জানোয়ার।

 

আইন আদালত সব মানুষের জন্য। পাগলকে সিংহাসনে বসালে সারাদেশে ছড়িয়ে পড়ে বেহেড পাগলামি।

পৃথিবীতে পাগলের সংখ্যা বাড়ছে, কমছে মানুষ।

 

এভাবেই কি পৃথিবী একদিন মানুষ্য শূন্য হয়ে যাবে? হারিয়ে যাবে বিবেকবোধ? পৃথিবীতে কি আর কখনো কবিতার বৃষ্টি হবে না?

মানুষ মানুষকে ভালবাসবে না?

তবে কি দরকার এ নির্দয় পৃথিবীর?

 

কেয়ামত আসে না বলে মানুষ কি খুব কষ্টে আছে? তুমি কি চাও, কেয়ামত আসুক?

 

আমি মানুষের সমাজ চাই। জাকাতের বন্টন চাই।

সুন্দরের বিস্তার চাই।

সম্পদের সুষম বন্টন চাই।

শান্তি চাই। সুখ চাই।

আমি চাই, পাখিরা বেঁচে থাকুক। বৃক্ষরা বেঁচে থাকুক। নদী বাঁচুক। পাহাড় বাঁচুক।

বেঁচে থাকুক এ মায়ার সংসার।

 

আপনিও কি তাই চান?

তবে আর দেরী কেন?

আসুন, হাতে হাত মিলাই।

১৩ই জানুয়ারী ২০২৪; বাদ আছর।

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.