ভালবাসার ঘর - অপ্রকাশিত কবিতাঃ ৪৯০

                     

কবিতা-৪৯০ : দাও ফিরিয়ে

আমার বসত ছিল আহা, স্বপ্ন নদীর পাড়

তোমার জন্য এনেছিলাম হৃদয় উপহার।

তবু তুমি এলে না তো আলোর নদী বেয়ে

মনকে শান্ত করলে না, প্রেমের গান গেয়ে

নিবে না কি তুমি আমার প্রেমের উপহার।

 

মনে আমার দুখের নদী ঝিরিঝিরি বয়

এই দুনিয়া তবে কি হায় অচিন মরুময়।

আমার মনে বিঁধে আছে কষ্টে ভরা তীর

হৃদয় জুড়ে দুঃখ অথৈ, চোখে অশ্রু নীর।

তোমার জন্য কেঁদে মরি আমি বারেবার।

 

কই পাব আলোর নদী নিকষ আঁধার রাতে

কেবা দেবে নূরের আলো আমার নয়া হাতে

বাড়ি ছাড়া হয়ে পাগল ঘুরছি অচীন বনে

জীবন তবে কাটবে কি,এমনি অসম রণে।

পাবো না কি সুখের দেখা অনন্ত অপার।

স্বপ্ন তরী বেয়ে আমি জীবন করলাম পার।

 

আমার বসত ছিল আহা, স্বপ্ন নদীর পাড়

তবু খুঁজে পেলাম নাতো রহমত দরিয়ার।

দোহাই লাগে প্রভু তুমি বারেক ফিরে চাও

অধমেরে তুমি আল্লাহ একটু দয়া দাও।

দাও ফিরিয়ে আবার তুমি সুখময় সংসার।

১৩ই মে ২০২৪; বাদ জোহর।

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.